রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের পাওনা ১,০০০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক

পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২৩ 

news-image

ইরাক সরকার ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে বলে একজন ইরানি কর্মকর্তা খবর দিয়েছেন। ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তেহরানের কাছে ১০ বিলিয়ন ডলার বা ১,০০০ কোটি ডলার ঋণি ছিল বাগদাদ।

ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আলে ইসহাক এ খবর জানিয়ে বলেছেন, এই অর্থ ইরাকের ট্রেড ব্যাংক বা টিবিআই’র একটি একাউন্টে জমা হয়েছে। ইরান এখন এই অর্থ তার প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারবে।

ইরাক এতদিন ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে এই অর্থ পরিশোধ করতে পারছিল না। সম্প্রতি ইরানের পাওনা ছাড় করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করার কারণে ইরাকের পক্ষে তার দেনা শোধ করার সুযোগ তৈরি হয়েছে।

ইসহাক আরো বলেন, এখন থেকে ইরাকের পক্ষ থেকে ইরানের পাওনা পরিশোধ কিংবা নতুন কোনো লেনদেন করার পথে আর কোনো বাধা রইল না। তিনি আরো বলেন, ইরাক যে ১০ বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করেছে তার বেশিরভাগই ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি বাবদ পরিশোধ করতে হয়েছে।

ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরো জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইরান ও ইরাকের মধ্যকার বার্ষিক বাণিজ্য বর্তমানের ১০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০ বিলিয়ন ডলার করা সম্ভব বলেও জানান ইয়াহিয়া আলে আলে ইসহাক। পার্সটুডে/