সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন করুন: চীনের আহ্বান

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৭ 

news-image

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

পরমাণু অস্ত্র বিস্তারের বিরুদ্ধে চীনের অবস্থানের কথা ঘোষণা করে তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সব দেশকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

ইরানের পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক সংকট নিরসনের লক্ষ্যে কূটনৈতিক উপায়ে অর্জিত একটি বহুপাক্ষিক সাফল্য বলে উল্লেখ করেন লু ক্যাং। তিনি বলেন, পারস্পরিক বিশ্বাস ও আস্থার মাধ্যমে সকল পক্ষের মধ্যে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা গড়ে ওঠে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই বছর আগে ওই সমঝোতা সই হওয়ার পর ইরান এটি বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও লেনদেন বাড়িয়ে দিয়েছে।

সূত্র: পার্সটুডে।