ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে’র দাফন সম্পন্ন
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে-কে আজ (সোমবার) রাজধানী তেহরানের ইমামজাদা সালেহ’র মাজার প্রাঙ্গনে দাফন করা হয়েছে।
করোনা মহামারির মধ্যে ভীড় এড়াতে দাফন অনুষ্ঠানে কেবল এই শহীদের পরিবারের সদস্যবর্গ এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। এর আগে তার কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয়।
সেখানে তার সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা শেষ শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দামন্ত্রী ছাড়াও দেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা।
এছাড়া শহীদ ফাখরিজাদে’র মরদেহ মাশহাদে ইমাম রেজা (আ.), কোমে হজরত মাসুমা (সা. আ.)’র মাজার এবং তেহরানে ইমাম খোমেনি (রহ.)’র মাজারেও নিয়ে যাওয়া হয়।
কোমে হজরত মাসুমা (সা.আ.)’র মাজার প্রাঙ্গনে তাঁর জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে গত শুক্রবার রাজধানী তেহরানে অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাৎবরণ করেন।পার্সটুডে