মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের পণ্য রফতানি প্রায় ১০ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৬ 

news-image

ইরানের গত নয় মাসে তেল বহির্ভূত পণ্য রফতানি প্রায় ১০ শতাংশ বেড়েছে। মার্কিন নেতৃত্বাধীন বহুমুখী নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে কেন্দ্র করে ইরানের বাণিজ্য ক্রমেই চাঙ্গা হয়ে উঠেছে এটি তারই প্রমাণ বহন করছে।

ইরানে শুল্ক প্রশাসনের দেয়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত নয় মাসের তেল বহির্ভূত পণ্য রফতানি খাত থেকে দেশটি আয় করেছে ৩১৫৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে ইরানের আয় বেড়েছে ৯.৫ শতাংশ। একই সময়ে ইরান আমদানি করেছে ৩১৫৩ কোটি ডলার সমপরিমাণ পণ্য। আগের বছরের  তুলনায় এ খাতে ৪.৩ শতাংশ আমদানি বেড়েছে। কিন্তু রফতানি হিসাবের সঙ্গে আমদানির তুলনা করলে দেখা যায় যে ইরানের বাণিজ্য উদ্বৃত্ত ইতিবাচক অবস্থায় রয়েছে। সূত্র:পার্সটুডে