মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ন্যানো-টেক পণ্য আমদানি করে ৪৮ দেশ

পোস্ট হয়েছে: মার্চ ২৪, ২০২৪ 

news-image

সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ইরানের ন্যানো-টেক পণ্য বিশ্বের ৪৮টি দেশে রপ্তানি করা হয়। প্রথম পাঁচটি রপ্তানি গন্তব্য হলো ইরাক, আফগানিস্তান, রাশিয়া, তুরস্ক এবং জর্জিয়া। রপ্তানির প্রায় ৮০ শতাংশ এসব দেশের সাথে সম্পৃক্ত। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির কর্মকর্তা এমাদ আহমাদভান্দের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহর এই তথ্য জানিয়েছে।

২০ মার্চ শেষ হওয়া বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে ১৫টি বিভিন্ন শিল্প ক্ষেত্রে মোট ১৮শ ৮টি ন্যানো-টেক পণ্য তৈরি এবং বাজারজাত করা হয়।

সমীক্ষা মতে ইরানে তৈরি ন্যানো-টেক পণ্যের মোট বিক্রয় ৩০০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৬শ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়েছে বলে জানান আহমদভান্দ। সূত্র: তেহরান টাইমস