বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নৌবাহিনী ২০ বছর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী: সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের নৌবাহিনী ২০ বছর আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী। মঙ্গলবার জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে ওই বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৮০ সালের ২৮ নভেম্বর ইরানের নৌবাহিনী ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে যে দুঃসাহসিক অভিযান চালিয়েছিল তা ওই যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। সেই সাহসিকতা, নবকৌশল, সুপরিকল্পনা ও উদ্যোগের কারণে সাগরে শত্রুদের প্রভাব শূন্যের কোঠায় নেমে এসেছিল।

ইরানকে শত্রুর হাত থেকে রক্ষায় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আন্তর্জাতিক পানিসীমাতেও নৌবাহিনীর উপস্থিতি আগের মতো অব্যাহত রাখতে হবে।

যেসব ক্ষেত্রে নৌবাহিনীর ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করে শক্তি-সামর্থ্য আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। – পার্সটুডে ।