রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে নতুন ডুবোজাহাজ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৩, ২০১৫ 

news-image

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ডুবোজাহাজ যুক্ত হবে ইরানের নৌবাহিনীতে।9737bf74ec27078b0248aec90cb3773b_XL

এ ছাড়া,  ইরান নতুন একটি ডেস্ট্রয়ার নির্মাণের কাজ করছে এবং চলতি ফার্সি মাসের শেষ দিকে তা নৌবাহিনীতে যুক্ত হবে। নতুন এ ডেস্ট্রয়ারে নতুন অস্ত্রসহ নানা সামরিক সরঞ্জাম থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলো ইরান সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে। ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার জামারানকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পারস্য উপসাগরে নামিয়েছে।

এ ছাড়া, দেশীয় প্রযুক্তিতে খালিজ-ই ফার্স, মেহরাব, রা’দ, কাদের, নূর এবং জাফার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সাবমেরিন ও উন্নত ধরনের কমব্যাট হেলিকপ্টার তৈরি করেছে ইরান। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ইরান চোখা ধাঁধানো উন্নতি করেছে।তবে ইরানের সামরিক শক্তি প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি নয় বলে বার বার আশ্বস্ত করে আসছে তেহরান।

রেডিও তেহরান, ১২ এপ্রিল, ২০১৫