শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নৌবহর তাঞ্জানিয়ায়

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৬ 

news-image

ইরানের নৌবহর তাঞ্জানিয়ার দারইস সালাম বন্দরে পৌঁছেছে। পারস্য উপসাগর ছাড়াও আন্তর্জাতিক জলসীমায় উপস্থিতির কৌশল অনুসরণ করেই ইরানের এ নৌবহর তাঞ্জানিয়ায় গিয়েছে। এ নৌবহরে রয়েছে শহিদ নাগদি, লাভান ও বুশেহর যুদ্ধজাহাজের বহর। আফিকার দেশ তাঞ্জানিয়ায় ইরানের নৌবহর বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত করবে। তাঞ্জানিয়া ছাড়াও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ইরানের শুভেচ্ছা পৌঁছে দেয়া ছাড়াও শান্তি ও বন্ধুত্ব স্থাপনে এ নৌবহর বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তাঞ্জানিয়ায় ইরানের রাষ্ট্রদূত মেহেদি আগা’জাফরি।

ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, আন্তর্জাতিক সমুদ্র সীমায় শান্তি রক্ষায় ভারত মহাসাগরের উত্তর ও পশ্চিমে ইরানের নৌবহর বিশেষ ভূমিকা রাখবে। এজন্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে অভিমত দেন রাষ্ট্রদূত। এছাড়া নির্বিঘ্নি আন্তর্জাতিক জলপথ বাণিজ্যিকভাবে ব্যবহার করার ব্যাপারে শান্তি বজায় রাখাও পূর্বশর্ত বলে জানান মেহেদি আগা’ জাফরি।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন