ইরানের ‘নুরা’ ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন
পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২১

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসজিসি) অধিভুক্ত ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স উৎপাদিত ‘নুরা’ করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইরানি বিজ্ঞানীদের ১৬ মাসের গবেষণা কার্যক্রম শেষে রিকম্বিন্যান্ট ভ্যাকসিনটি মানব পর্যায়ে পরীক্ষার ধাপে প্রবেশ করে। ২৭ জুন থেকে প্রধম ধাপের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। ভ্যাকসিনটির প্রথম ডোজ বাকিয়াতাল্লাহ হাসপাতালের প্রধান হোসেইন সামাদিনিয়ার শরীরে প্রয়োগ করা হয়।
ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের চ্যান্সেলর হাসান আবুলকাসেমি জানান, নুরা ভ্যাকসিনের প্রথম ডোজ সকল স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে এবং এপর্যন্ত এসব স্বেচ্ছাসেবীর অর্ধেক দ্বিতীয় ডোজ নিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।