ইরানের নিষ্ক্রিয় ৮১৯টি শিল্প কারখানা পুনরায় চালু
পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০

ইরানে চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২০ মার্চ থেকে ২১ অক্টোবর) নিষ্ক্রিয় ৮১৯টি নিষ্ক্রিয় শিল্প কারখানা পুনরায় চালু করা হয়েছে। এসব কারখানায় ১৪ হাজার ৪৫৮ জনের কর্মসংস্থান হয়েছে। ইরানের ক্ষুদ্র শিল্প ও শিল্প পার্ক সংস্থার (আইএসআইপিও) ভারপ্রাপ্ত প্রধান আসগার মোসাহেব এই তথ্য জানান।
ইরানি এই কর্মকর্তা ঘোষণা দেন, আইএসআইপিও এর চলতি ইরানি বছরের শেষ নাগাদ (১৯ মার্চ ২০১৯) দেশব্যাপী নিষ্ক্রিয় ২ হাজার শিল্প কারখানা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, উল্লিখিত সাতে মাসে ১৫শটি শিল্পি ইউনিট চালু করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এবছরের স্লোগান ‘‘সার্জ ইন প্রোডাকশন’’ এর উদ্দেশ্য পূরণ করে ৮১৯টি চালু করা সম্ভব হয়েছে। সূত্র: তেহরান টাইমস।