বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নাহিদ-২ স্যাটেলাইটের নির্মাণ কাজ সম্পন্ন

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২১ 

news-image

ইরানের বিশেষজ্ঞরা একটি যোগাযোগ স্যাটেলাইট ও একটি অরবিটাল ট্রান্সমিশন সিস্টেমের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।ইরানি মহাকাশ সংস্থার প্রধান মোরতেজা বারারি মেহর নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, নাহিদ-২ যোগাযোগ স্যাটেলাইট ও সামান অরবিটাল ট্রান্সমিশন সিস্টেম এর নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। চলতি ইরানি বছরের শেষ নাগাদ ডিভাইসগুলো ইরানি মহাকাশ সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

বারারি আরও জানান, নাহিদ-২ এর নকশা ও নির্মাণের কাজ করেছে ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার। বর্তমানে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের জন্য স্যাটেলাইটটিকে প্রস্তুত করা হবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।