সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নারী ভারোত্তোলক হোসেইনির অস্ত্রোপচার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০ 

news-image

আন্তর্জাতিক ভারোত্তোলন টুর্নামেন্টে ইরানের প্রথম পদকজয়ী নারী ইলহাম হোসেইনির হাঁটুর সফল অস্ত্রোপচার করা হয়েছে। বিদীর্ণ হওয়া একটি মেনিস্কাস ভালো করার জন্য তার এই অস্ত্রোপচার করা হয়।

ইরানের ভারোত্তোলন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম মোনাজামি বলেন, হোসেইনি প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

ইরানি ভারোত্তোলক হোসেইনি ২০১৯ ভারোত্তোলন আইডাব্লিউএফ নাইম সুলেইমানোগলু টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেন। প্রথম ইরানি নারী হিসেবে পদক জয় করার ইতিহাস গড়েন তিনি। সূত্র: তেহরান টাইমস।