ইরানের নারী ভলিবল দলের কোচ হলেন ফারিবা সাদেঘি
পোস্ট হয়েছে: মে ২৩, ২০২১
ইরানের জাতীয় নারী ভলিবল দলের কোচ হলেন ফারিবা সাদেঘি। ইরানের এই নারী ভলিবল দলটি আগামী এশীয় ওমেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে এবং ওই টুর্নামেন্টের প্রস্তুতির দায়িত্ব পড়েছে ফারিবা’র কাঁধে। ফিলিপাইনে আগামী ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী বছর এফআইভিবি ভলিবল ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে। ফারিবা সাদেঘি এর আগে ইরানের ভলিবল ক্লাব জব আহানসহ বিভিন্ন ক্লাব ও ইরান ভলিবল ফেডারেশনের মহিলা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারীরিক শিক্ষায় স্নাতক ডিগ্রি ছাড়াও জাতীয় রেফারিংয়ের সনদ রয়েছে ফারিবার।