ইরানের নারী ফুটবল দলের প্রধান কোচ হলেন মরিয়ম ইরানদুস্ত
পোস্ট হয়েছে: মে ৫, ২০২১

ইরানের নারী জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন মরিয়ম ইরানদুস্ত। সোমবার তিনি প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।
ইরানের নারী অনুর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে তিনি মরিয়ম আজমুনের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব নিয়েই ইরানদুস্তকে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ২০২২ এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য দল গোছানের কাজ করতে হবে।
ইরানদুস্ত কোচ হিসেবে পেশাজীবন শুরু করেন ২০০৫ সালে। এর আগে তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ইরানের নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: তেহরান টাইমস।