ইরানের নয় মাসে খনিজ রপ্তানি বেড়েছে ৯০ শতাংশ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4050631.jpg)
ইরানের বড় বড় খনি ও খনিজ কোম্পানিগুলো চলতি বছরের প্রথম নয় মাসে ৯ দশমিক ৪৮৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ৯০ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
অপর একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২১ মার্চ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশটি থেকে ২৮০ দশমিক ৬৩০ মিলিয়ন ডলার মূল্যের ইস্পাত ও ইস্পাত পণ্য রপ্তানি হয়েছে। খনি ও খনিজ খাতের সর্বোচ্চ ৫৫ দশমিক ৬ শতাংশ রপ্তানি অংশ ছিল ইস্পাত ও ইস্পাত পণ্যের। উল্লিখিত নয় মাসে খনি ও খনিজ খাতে ২ দশমিক ৬৯১ বিলিয়ন মূল্যের ৩০ লাখ ৯৮ হাজার টন পণ্য দেশে আমদানি করা হয়েছে। যা ওজন এবং মূল্যের দিক থেকে যথাক্রমে দশমিক ৮ ও ১১ দশমিক ৪ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।