রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট রাইসির অভিষেক আজ

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২১ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ তার দেশের নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

অভিষেক অনুষ্ঠানে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে মেন্ডেট অর্জন করবেন। অনুষ্ঠানে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে গত ১৮ জুন অনুষ্ঠিত ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক প্রতিবেদন প্রকাশ করবেন। এরপর তিনি ইব্রাহিম রায়িসির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার ডিক্রি পড়ে শুনাবেন। অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ী এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভাষণ দেবেন।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আগামী ৫ আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন অনেক দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পর্যায়ের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।

গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শতকরা ৬২ ভাগ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।পার্সটুডে।