মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ৮২৫ মেগাওয়াট

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২০ 

news-image

ইরানের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ৮২৫ মেগাওয়াটে পৌঁছেছে। দেশটির নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা সংস্থার তথ্য থেকে এই চিত্র জানা গেছে।

এতে আরও জানা যায়, আশা করা হচ্ছে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা দ্বিগুণে ঠেকবে। কারণ, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে অন্যান্য আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এতে নতুন করে আরও ৮২১ মেগাওয়াট জ্বালানি উৎপাদন হবে।

অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০০৯ সালের মাঝামাঝি ইরান জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ জ্বালানি উৎপাদনের প্রতি নজর দেয়। এরপর থেকে এ পর্যন্ত দেশটি নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ৪ দশমিক ৮৮ কিলো-ঘণ্টার ওপরে বিদ্যুৎ উৎপাদন করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।