শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা বেড়েছে ৯৬ ভাগ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০১৯ 

news-image

ইরানের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উপাদনের সক্ষমতা বেড়েছে ৯৬ শতাংশ। চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ ২০১৭ থেকে ২১ ডিসেম্বর ২০১৮) আগের বছরের একই সময়ের তুলনায় এই সক্ষতা বেড়েছে। বুধবার ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ পোর্টালের উদ্ধৃত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম নয় মাসে ইরানের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৬৭০ মেগাওয়াট। বছর শেষে (২০ মার্চ ২০১৯) বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১ হাজার ১৪১ মেগাওয়াটে ঠেকানোর পরিকল্পনা রয়েছে।

ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইরানে আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের  সক্ষমতা ৫ হাজার মেগাওয়াটে উত্তীর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি আঞ্চলিক বৈদ্যুতিক বাজারে উপস্থিতি সম্প্রসারিত করার পরিকল্পনা করছে দেশটি।

উল্লেখ্য, ইরানে মোট উৎপাদিত জ্বালানির মাত্র ছয় শতাংশ আসে নয়ায়নযোগ্য উৎস থেকে। আর প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় ৯০ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।