বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের দেশীয় তৈরি পরিবহন বিমান উন্মোচন

পোস্ট হয়েছে: মে ২২, ২০২২ 

news-image
ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের বিশেষজ্ঞদের নির্মিত ‘সিমোর্গ’ পরিবহন বিমান উন্মোচন করা হয়েছে। ইসফাহান প্রদেশে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে বিমানটির উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার ইরান এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজে (হেসা) সিমোর্ঘ পরিবহন বিমানের উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেন, ‘এ অঞ্চলের উন্নয়ন এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে হুমকির পরিপ্রেক্ষিতে দেশীয় বিমানগুলো যুদ্ধক্ষেত্রে সশস্ত্র বাহিনীর জন্য পণ্যসম্ভার, কর্মীদের পরিবহন এবং সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থল, সমুদ্র, আকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর চাহিদা মেটানো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।