শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের দেশীয় উৎপাদনে সাশ্রয় হবে ১০ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০১৯ 

news-image

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা রহমানি জানিয়েছেন, দেশীয় উৎপাদনের ওপর নির্ভর করা গেলে আগামী দুই বছরে তার দেশের সাশ্রয় হবে ১০ বিলিয়ন ডলার। ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই খবর দিয়েছে।

মঙ্গলবার টেলিযোগাযোগ সরঞ্জামের দেশীয় উৎপাদনের ওপর আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, উল্লিখিত ১০ বিলিয়ন ডলারের মধ্যে টেলিযোগাযোগ সরঞ্জামের দেশীয় উৎপাদনের মাধ্যমে সাশ্রয় হবে ৫শ মিলিয়ন ডলারের মতো। আর গাড়ির যন্ত্রপাতির দেশীয় উৎপাদনের মাধ্যমে সাশ্রয় হবে আরও ৪শ মিলিয়ন ডলার। এই দুই খাতের দেশীয় উৎপাদনের মাধ্যমে ইতোমধ্যে ৩শ মিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব হয়েছে বলে জানান তিনি।

রহমানি আরও বলেন, তার দেশের লক্ষ্য ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ও টেলিযোগাযোগ পণ্যসামগ্রী উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করে সংশ্লিষ্ট মালামাল প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি করা। এই রপ্তানির পরিমাণ ৪৮ বিলিয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছতে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা হবে।

গত মাসে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেন, সরকারি কর্মকর্তাদের উচিত ইতোমধ্যে যেসব পণ্যসামগ্রী দেশীয় ভাবে উৎপাদন হচ্ছে তা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা। সূত্র: তেহরান টাইমস।