ইরানের দেশীয় করোনা টিকার ২০ ভাগ রপ্তানির অনুমোদন
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২১
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে উৎপাদিত করোনাভাইরাস টিকার ২০ শতাংশ রপ্তানির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।
দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী কামাল হায়দারি বলেছেন,দেশে টিকা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তা মেটানো হয়েছে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিনের ২০ শতাংশ রপ্তানির অনুমোদন দিয়েছে। তিনি বলেন, আমরা অনুস্মারক ডোজে দেশীয় পণ্য ব্যবহার করার ইচ্ছা পোষণ করি এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশীয় ভ্যাকসিনগুলোর বুস্টার ডোজ হওয়ার জন্য ভালো ইমিউনোজেনিসিটি এবং কার্যকারিতা রয়েছে। রোববার ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি ঘোষণা করেন, এখন থেকে দেশে কোনও করোনাভাইরাস ভ্যাকসিন আমদানি করা হবে না। তিনি জোর দিয়েই বলেন, দেশীয় পণ্যগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।