ইরানের দেযফুলে জৈব সার কারখানার উদ্বোধন
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৭

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের দেযফুল শহরে জৈব সার কারাখানা উদ্বোধন করেছেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। এ কারখানাটি বছরে ৫০ হাজার টন জৈব সার উৎপাদন করবে। কারখানাটিতে ১শ’ ব্যক্তি সরাসরি ও ৩শ’ ব্যক্তি পরোক্ষভাবে কাজের সুযোগ পাবে। জোলগেহ দেয এগ্রিকালচারাল কোম্পানির পরিচালক এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ জৈব সার কারখানা স্থাপনে বিনিয়োগ হয়েছে ১৭ দশমিক ১ মিলিয়ন ডলার। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।