ইরানের দেজ নদীতে ১৫ হাজার পোনা অবমুক্ত
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৭

ইরানের খুজেস্তান প্রদেশের দেজ নদীতে ১৫ হাজার মৎস্য পোনা ছাড়লেন পরিবেশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। ১০ হাজার শাবুত ও ৫ হাজার কার্প জাতীয় মাছের পোনা নদীতে ছাড়া হয়। দেজ নদীটি ৪০০ কিলোমিটার লম্বা এবং খুজেস্তান প্রদেশের প্রধান নদী।
ইরানের জাগরস পাহাড় থেকে দেজ নদীটির উৎপত্তি। এ নদীতে বিভিন্ন ধরনের মাছ ছাড়াও কাস্পিয়ান কচ্ছপ, সামুদ্রিক সরীসৃপ, ডলফিন, স্তন্যপায়ী প্রাণি বাস করে। – ফিনান্সিয়াল ট্রিবিউন