মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের দৃষ্টিনন্দন আরাস জিওপার্কের ইউনেস্কো স্বীকৃতির আশা

পোস্ট হয়েছে: মে ২৮, ২০২৩ 

news-image

ইরানের দৃষ্টিনন্দন আরাস জিওপার্ক। প্রায় ১ হাজার ৬৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত পার্কটি। গেল মার্চ মাসে নতুন ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক হিসেবে মনোনীত হয়েছে প্রাকৃতিক এই ভূদৃশ্যটি।

সারা বিশ্বের অন্যান্য ১৮টি জিওপার্কের সাথে একটি সংক্ষিপ্ত তালিকায় আরাসের নাম রয়েছে। তাই পার্কটির জন্য ইউনেস্কো স্বীকৃতির আশা করছে ইরান।

এসব তথ্য জানিয়ে স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ ফরজাদ মির্জাই মঙ্গলবার বলেন, ইউনেস্কো স্বীকৃতি পেলে
আরাস জিওপার্ক কেশম জিওপার্কের পরে ইরানের দ্বিতীয় নিবন্ধিত জিওপার্ক হিসেবে পরিগণিত হবে।

আরাস জিওপার্ক পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত। পুরো জোলফা কাউন্টি জুড়ে প্রায় ১ হাজার ৬৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর ভূসংস্থান সাধারণত অত্যন্ত খাড়া। বিস্ময়কর ভূদৃশ্য সবার নজর কাড়ে।

জোলফা অঞ্চলের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কিয়ামাকি মাউন্ট, যার উচ্চতা ৩ হাজার ৩৪৭ মিটার। সর্বনিম্ন পয়েন্টগুলির মধ্যে রয়েছে উত্তরের সীমানা এবং আরাস নদী উপত্যকা পড়েছে ৭২০ থেকে ৩৯০ মিটার।

পার্বত্য অঞ্চলটি বিভিন্ন পাললিক এবং আগ্নেয় শিলার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। টেকটোনিক কাঠামোর বৈচিত্র্য, আধা-শীতল এবং আধা-শুষ্ক জলবায়ু এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগতের কারণে সম্পত্তিটির একটি উপযুক্ত ভূ-পর্যটন আকর্ষণ রয়েছে। সূত্র: তেহরান টাইমস।