সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি বেড়ে দ্বিগুণ, আয় বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৫ 

news-image

ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি গত ফারসি ক্যালেন্ডার বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে। এই পণ্য রপ্তানি থেকে দেশটির আয় প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একটি শিল্প ইউনিয়ন প্রকাশিত পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

প্রেস টিভির তথ্যমতে, ইরান ডেইরি ইন্ডাস্ট্রিজ সোসাইটির (আইডিআইএস) পরিসংখ্যানে দেখা গেছে, ফেব্রুয়ারির শেষের দিকে ১১তম ফারসি ক্যালেন্ডার মাসে ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি হয় দশমিক ৫৮৭ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি। যার মূল্য ৯৪৮ দশমিক ৯ মিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসের তুলনায় ইরান থেকে দুগ্ধজাত পণ্যের রপ্তানি পরিমাণের দিক থেকে ১৯ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৪৩ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ