বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের দুই নারী অ্যাথলেটের প্যারালিম্পিকে স্বর্ণজয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২১ 

news-image

২০২০ প্যারালিম্পিক গেমসে আরও দুটি স্বর্ণপদক জিতলেন দেশটির প্যারা অ্যাথলেটরা। সর্বশেষ মোতাগিয়ান ও জাভানমারদি ইরানের জন্য ষষ্ঠ ও সপ্তম সোনার মেডেল জয় করেছেন।

মঙ্গলবার প্যারালিম্পিক গেমসের নারী অ্যাথলেটদের বিভাগে ইরানের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয় করেন হাশেমিয়ে মোতাগিয়ান। জাভেলিন-এফ৫৫ ক্যাটাগরিতে ২৪ দশমিক ৫ মিটার রেকর্ড করে সোনার মেডেল ঘরে তোলেন তিনি। এই ক্ষেত্রে  বিশ্ব রেকর্ড আরও ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি করেন মোতাগিয়ান।

এই বিভাগে ব্রাজিলের রেইসা রোচা মাচাদো ২৪ দশমিক ৩৯ রেকর্ড করে রুপার মেডেল জিতেন। ২৪ দশমিক ২২ মিটার নিয়ে ব্রোঞ্জ জিতেছেন লাটাভিয়ার দিয়ানা দাদজিত।

এর কিছুক্ষণ পর ইরানের হয়ে আরেকটি স্বর্ণপদক জয় করেন সারেহ জাভানমারদি। নারীদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ এ তিনি শীর্ষ পদক লাভ করেন। তিনি ২৩৯ দশমিক ২ স্কোর গড়ে বিশ্ব ও প্যারালিম্পিক রেকর্ড ভাঙেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।