বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তৈরি ন্যানো পণ্যের রপ্তানি বৃদ্ধি

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২৫ 

news-image

ইরানি ন্যানোটেকনোলজি নিউজ এজেন্সির সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে ২০১৫ সালে রপ্তানির পরিমাণ ১.৩১ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে রপ্তানির পরিমাণ ১.১৪৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি অবস্থানকালেই সাম্প্রতিক বছরগুলোতে ইরানের এই রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ইরানের ন্যানোপ্রযুক্তি কোম্পানিগুলো ধীরে ধীরে আন্তর্জাতিক মান সম্মত উন্নত পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং নতুন রপ্তানি বাজারও পেয়েছে। এশিয়া, ইউরোপ এমনকি আফ্রিকার দেশগুলিতেও ন্যানো পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। গত বছর ইরানের ন্যানোপ্রোডাক্টগএলা ৫০টি দেশে রপ্তানি করা হয়েছে। এসব দেশের মধ্যে ৪০ শতাংশই রপ্তানি হয়েছিল পাঁচটি দেশে: ইরাক, সিরিয়া, ভারত, চীন এবং তুরস্কে।

সূত্র: পার্সটুডে।