বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তেল রপ্তানি ৫০ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৪ 

news-image

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও গত বছর ইরানের তেল রপ্তানি ৫০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

জাপানি সংবাদপত্র নিক্কেই এর বুধবারের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিদেশি তেলের চালান ২০২৩ সালে প্রতিদিন গড়ে ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে (বিপিডি) পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি এবং গত পাঁচ বছরের মধ্যে রেকর্ডে সর্বোচ্চ।

প্রতিবেদনে আন্তর্জাতিক শক্তি সংস্থার পরিসংখ্যানের বরাতে দেখানো হয়েছে, ইরানের মোট অপরিশোধিত তেল উৎপাদন গত বছর ২ দশমিক ৯৯ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। ২০২২ সাল থেকে ০ দশমিক ৪৪ মিলিয়ন ব্যারেল বেড়েছে। সূত্র: মেহর নিউজ