ইরানের তেল রপ্তানি থেকে আয় ২৫ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/07/4197972.jpg)
ইরান ২০২১ সালে তেল রপ্তানি থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রাজস্ব আয় করেছে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ওপেক এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে তেল বিক্রি থেকে ৫৬০ বিলিয়ন আয় হয়েছে। এক বছর আগের তুলনায় যা ৭৭ শতাংশ বেশি। ২০২০ সালে তেল রপ্তানি থেকে ওপেকের ১৩ সদস্য দেশের আয় হয়েছে ৩১৭ বিলিয়ন ডলার। ইরানও ২০২১ সালে তেল বিক্রি থেকে ২৫ দশমিক ৩১৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে৷ গত বছরের একই সময়ের তুলনায় ওই সময়ে তেল বিক্রি থেকে ইরানের আয় তিনগুণ বেড়েছে৷ সূত্র: মেহর নিউজ।