ইরানের তেল রপ্তানি ছয় বছরে সর্বোচ্চ
পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/04/4518485.jpg)
ইরান গত ছয় বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি তেল রপ্তানি করছে। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি বছরে ৩৫ বিলিয়ন ডলারের উন্নতি হয়েছে। পশ্চিমা মিডিয়ার একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
তেহরান বছরের প্রথম তিন মাসে প্রতিদিন গড়ে ১ দশমিক ৫৬ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে। এই রপ্তানির প্রায় পুরোটাই চীনে হয়েছে। ২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিকের পর এটি ছিল সর্বোচ্চ পরিমাণের রপ্তানি। তথ্য সংস্থা ভর্টেক্সা এই প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরান অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা এড়িয়ে সাফল্য লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চাপিয়ে দেয়া নানা অবরোধকে অকার্যকর প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় ও সংবাদ সংস্থা শানার বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস এই খবর দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাপিডান এনার্জি গ্রুপের ভূ-রাজনৈতিক ঝুঁকি পরিষেবার প্রধান ফার্নান্দো ফেরেরা বলেছেন, “ইরানিরা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শিল্প আয়ত্ত করেছে৷ ইরানের তেল শিল্প নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার উপায় খুঁজে পেয়েছে। সূত্র: মেহর নিউজ