শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের তেল বিক্রি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে’

পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০২১ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের জ্বালানী বিষয়ক কমিশনের সদস্য সাইয়্যেদ মুসা মোসাভি বলেছেন, তার দেশের তেল বিক্রির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর ফলে সামনের দিনগুলোতে তেল রপ্তানির পরিমাণ আরো বাড়ার বিষয়ে জোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গত কয়েক মাস ধরে ইরানের তেল বিক্রির পরিমাণ বেড়েছে বলে তা উল্লেখ করে সাইয়্যেদ মুসাভি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেন, যদিও ইরানের তেল রপ্তানির ওপর আমেরিকার অন্যায় এবং বেআইনি নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে তবে আমি প্রত্যক্ষদর্শী যে সম্প্রতি তেল বিক্রি বৃদ্ধি পেয়েছে। তবে ইরানের তেল মন্ত্রণালয় যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তার মাধ্যমে তেল বিক্রি এবং রপ্তানি আরো বাড়ানো সম্ভব হবে বলেও জানান তিনি।

সাইয়্যেদ মুসাভি বলেন, স্থানীয় বেসরকারী এবং আন্তার্জাতিক উদ্যোক্তাদের সহায়তায় দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাওয়া হবে।পার্সটুডে