মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছবে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (মার্চ ২০) শেষ নাগাদ ইরানের তেল-বহির্ভূত রপ্তানির পরিমাণ ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) উপপ্রধান ফোরুদ আসগারি এই তথ্য জানান।আইআরআইসিএ-এর কারিগরি বিষয়ক উপপ্রধান আসগারি বলেন, ষষ্ঠ ইরানি ক্যালেন্ডার মাস (যা ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে) শাহরিভার থেকে তেল-বহির্ভূত পণ্য রপ্তানি ত্বরান্বিত হয়েছে। তাই আশা করা হচ্ছে চলতি বছরের শেষে এই পরিমাণ ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছবে।আইআরআইসিএ এর আগে জানায়, গত ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের তেল-বহির্ভূত বাণিজ্যের মূল্য ৭৩ বিলিয়ন ডলার ছিল। এর মধ্যে রপ্তানি ছিল ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং আমদানির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।