ইরানের তেল-বহির্ভূত রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৯
চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরানের তেল-বহির্ভূত পণ্যসামগ্রীর রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
পরিসংখ্যান মতে, বছরের প্রথম সাত মাসে ইরান থেকে ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ৭৯ দশমিক ৫ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ১৭ শতাংশ বেশি এবং মূল্যের দিক দিয়ে ১১ দশমিক ৩ শতাংশ কম।
এই সময়ে ইরান ১৯ দশমিক ৮ মিলিয়ন টন মালামাল আমদানি করেছে। যা ওজনের দিক দিয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি।
এবছরের প্রথম সাত মাসে ইরানি পণ্যসামগ্রীর শীর্ষ চার রপ্তানি গন্তব্য হচ্ছে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্ক। অন্যদিকে ইরানে রপ্তানিকারক শীর্ষ পাঁচ দেশ হচ্ছে চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, ভারত ও জার্মানি। সূত্র: সংবাদ সংস্থা আইআরএনএ।