শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেল-বহির্ভূত বার্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৭৩ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০২১ 

news-image
গত ফারসি বছরে ইরানের তেল-বহির্ভূত বাণিজ্য ৭৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কাস্টমস প্রশাসন। ইরানের কাস্টমস কর্মকর্তা মির-আশরাফি জানান তেল-বহির্ভূত বাণিজ্যে পণ্যের পরিমাণ ছিল ১৪৬.৪ মিলিয়ন টন।
একই সময়ে ইরানের তেল রফতানি হয়েছে ১১২ মিলিয়ন টন যার আর্থিক মূল্য সাড়ে ৩৪ বিলিয়ন ডলার। একই সঙ্গে ইরান ৩৪.৪ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে যার আর্থিক মূল্য সাড়ে ৩৮ বিলিয়ন ডলার। ইরান তেল- বহির্ভূত পণ্য রফতানি করেছে সবচেয়ে বেশি চীনে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইরাক। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। রফতানির আর্থিক মূল্য হচ্ছে চীনে ৮.৯ বিলিয়ন, ইরাক ৭.৩ ও আমিরাতে ৪.৬ বিলিয়ন ডলার। এছাড়া তুরস্ক হচ্ছে ইরানের চতুর্থ পণ্য আমদানিকারক দেশ।
তুরস্কে ইরান পণ্য রফতানি করেছে আড়াই বিলিয়ন ডলার। পঞ্চম দেশ হিসেবে আফগানিস্তানে ইরান ২.২ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। গ্যাসোলিন, প্রাকৃতিক গ্যাস, পলিইথিলিন, প্রোপেন, পেস্তা হচ্ছে ইরানের প্রধান রফতানি দ্রব্য।
এর বিপরীতে ইরানে চীন রফতানি করেছে ৯.৭ বিলিয়ন ডলারের পণ্য। আমিরাত রফতানি করেছে ৯.৬ বিলিয়ন, তুরস্ক ৪.৩ বিলিয়ন, ভারত ২.১ ও জার্মানি ১.৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে ইরানে। এসব দেশ থেকে ইরান শস্য, সেলফোন, চাল, ভোজ্য তেল, তেলবীজ, গম আমদানি করেছে। তেহরান টাইমস