শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেল বহির্ভূত পণ্য থেকে আয় ১৩.৫ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) তেল বহির্ভূত পণ্য রপ্তানি থেকে ইরানের আয় হয়েছে ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য উপমন্ত্রী  হামিদ জাদবুম এই তথ্য জানিয়েছেন।  

করোনা ভাইরাস,কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস পেয়েছে ১৪ শতাংশ। সেখানে চলতি বছরের প্রথমার্ধে্ব দেশটির তেল বহির্ভূত পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

গত মঙ্গলবার জাঞ্জান প্রদেশে রপ্তানি উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি  তেল পণ্যের দাম উল্লেখযোগ্য ভাবে হ্রাসের ফলশ্রুতিতে তেল বহির্ভূত পণ্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।  বলেন, “আজকে তেল বহির্ভূত পণ্যের রপ্তানিতে সহায়তা করা দেশের সকল আর্থিক সংস্থা ও উদ্যোক্তার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিণত হয়েছে। ”

তিনি আরও বলেন,  চলতি বছরের প্রথম ছয় মাসে (২১ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে প্রায় ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।