বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৯ মাসে প্রায় ১৯ শতাংশ তেল উৎপাদন বৃদ্ধি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০১৬ 

news-image

ইরানের তেল উৎপাদন চলতি বছরের প্রথম ৯ মাসে ১৮.৮ শতাংশ বেড়ে দৈনিক ৩৯.২০ লাখ ব্যারেলে পৌঁছেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন এজেন্সি বা ইআইএ এ তথ্য দিয়েছে।

ইআইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে ইরানের তেলসহ ঘনীভূত গ্যাসের উৎপাদন ছিল দৈনিক  ৪১.৭০ ব্যারেল । গত বছরের তুলনায় এ উৎপাদনের পরিমাণ দৈনিক ৮ লাখ ৭০ হাজার ব্যারেল বেশি ছিল। ১৯৮০’এর দশকের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ইরানের তেল উৎপাদন সবচেয়ে বেশি ছিল।

ওপেক বলেছে, সেপ্টেম্বরে ইরানের তেল উৎপাদন নতুন রেকর্ড করেছে এবং  দৈনিক ৩৬.৬৫ ব্যারেলে দাঁড়িয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে দৈনিক ৫ লাখ ৬০ হাজার ব্যারেল ঘনীভূত গ্যাস উৎপাদন করেছে বলে ঘোষণা করেছে ইরান।ওপেক দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে সৌদি আরব এবং ইরাকের পরই তৃতীয় অবস্থানে রয়েছে ইরান।

ইরান এর আগে একাধিকার ঘোষণা করেছে, দেশটির তেল উৎপাদন দৈনিক ৪০ লাখ ব্যারেলে নিয়ে যাওয়া হবে। ২০১১ সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান ওই দৈনিক ওই পরিমাণ তেল উৎপাদন করেছে।