ইরানের তেলের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে
পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০২২

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান মোহসেন খোজাস্তেহ-মেহর বলেছেন, ইরানের তেলের আয় গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে বিক্রি হওয়া সমস্ত অপরিশোধিত তেলের অর্থ বুঝে পেয়েছে দেশটি। বার্তা সংস্থা শানা রবিবার এই খবর দিয়েছে। .
তিনি বলেন, ‘ইরানের ত্রয়োদশ সরকার ক্ষমতায় আসার পর দেশের হারানো তেল বাজারের একটি অংশ পুনরুজ্জীবিত হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যে সমস্ত তেল বিক্রি করেছি তার মূল্য বুঝে পেয়েছি। ইরানি এই কর্মকর্তার মতে, দেশের বর্তমান তেল বিক্রিতে বেসরকারি খাতও ব্যাপক অবদান রাখছে। সূত্র: তেহরান টাইমস।