মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তিনটি বায়ুমিল পর্যটনের জন্য পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০২১ 

news-image

ইরানের খোরাসান রাজাভি প্রদেশের খাফ কাউন্টিতে সম্প্রতি পর্যটক আকৃষ্ট করতে তিনটি ঐতিহাসিক আসবাদস (বায়ুমিল)  পুনরুদ্ধার করা হয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের বিনিয়োগে মিলগুলো উদ্ধার করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন স্থানীয় একজন পর্যটন কর্মকর্তা।

মাহমুদ বা’আকিদে বলেন, বায়ুমিলগুলোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পুনরুদ্ধার কার্যক্রমের মধ্যে ছিল ধ্বংসাবশেষ অপসারণ, গাঁথন, খাঁজ কাটা, মাইলস্টোন পুনরায় স্থাপন করা এবং চাকা ও কাঠের ব্লেড মেরামত করা।

তিনটির দুটি বায়ুমিল অবস্থিত নাশতিফান গ্রামে এবং অপর মিলটি অবস্থিত বারাবাদ গ্রামে। এছাড়াও খাফে একটি প্রাচীন বাড়ি মেরামত করা হয় বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।