ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়লো ১৪শ মেগাওয়াট
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১

চলতি ইরানি বছরের (২০ মার্চ ২০২০) শুরু থেকে ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতায় যুক্ত হয়েছে আরও ১৪৪৫ মেগাওয়াট বিদ্যুৎ। থার্মাল পাওয়ার প্লান্টস হোল্ডিং কোম্পানির প্লানিং ডিরেক্টর হামিদরেজা আজিমি এই তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে দেশে ১২৯টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এতে ৫৮১টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে। দেশব্যাপী তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে মোট ৬৮ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে বেসরকারি খাত থেকে উৎপাদন হয় ৪৬ হাজার মেগাওয়াট। সূত্র: মেহর নিউজ এজেন্সি।