ইরানের টিকাদান কর্মসূচিতে যোগ দেবে ‘ফাখরা’ ভ্যাকসিন
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২১

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর তৈরি ‘ফাখরা’ ভ্যাকসিন সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্যে প্রয়োজনীয় অনুমোদন লাভ করেছে। তিনি ফাকরা ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শনকালে এ তথ্য জানান। এ টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ইরানের টিকাদান কর্মসূচিতে এ টিকার ব্যবহার শুরু হবে।ইরানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরেজাদেহ এর নামে এ কোভিড টিকার নামকরণ করা হয়েছে।
জেনারেল আশতিয়ানি বলেন, আপাতত প্রতি মাসে ১০ লাখ ফাখরা ভ্যাকসিন উৎপাদন হবে। এরপর অবকাঠামো উন্নয়নের পর এর উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে। ইরান ইতিমধ্যে ভ্যাকসিন আমদানির পাশাপাশি একাধিক টিকার মিশ্রণেরও ব্যবহার শুরু করেছে। এর আগে ইরানে ‘কোভ ইরান বারাকাত’ ও ‘রাজি কোভ পারস’ ভ্যাকসিন টিকাদান কর্মসূচিতে সংযুক্ত হয়েছে। এছাড়া নুরা নামে আরেকটি কোভিড ভ্যাকসিন ইরানে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। মেহর