বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জ্ঞান-ভিত্তিক ফার্ম থেকে রপ্তানি বেড়েছে ৯০ শতাংশ  

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২২ 

news-image
ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলি চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) রপ্তানি আয়ে ৯০ শতাংশ প্রবৃদ্ধি লাভ করেছে। এই সময়ে ৪৩ দশমিক ১৭২ মিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে দেশটির জ্ঞান-ভিত্তিক ফার্মগুলি। আইআরআইবি এই খবর দিয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান আলিরেজা মোগাদাসি জানান, উল্লিখিত সাত মাসে ১৪ হাজার ৯৭৫ টন পণ্য রপ্তানি হয়েছে।
তিনি আরও জানান, দেশের জ্ঞান-ভিত্তিক কোম্পানি অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে তালিকাভুক্ত। উল্লিখিত সাত মাসে অন্যান্য দেশের সাথে ২৪৯ দশমিক ৩৩৭ মিলিয়ন ডলার মূল্যের ৫২ হাজার ৯৩৯ টন পণ্য লেনদেন হয়েছে।মোগাদাসি উল্লেখ করেন, বর্তমানে দেশে এইও হিসেবে তালিকাভুক্ত ৬৪টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি রয়েছে। যার মধ্যে ৩৩টি কোম্পানি রপ্তানি ক্ষেত্রে সক্রিয় এবং ৫৪টি কোম্পানির বেশিরভাগই আমদানিকারক। সূত্র: তেহরান টাইমস।