বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জাফরান রফতানি ১৯ কোটি ডলার ছাড়াল 

পোস্ট হয়েছে: মে ১১, ২০২১ 

news-image

গত ফারসি বছরে ইরান বিশ্বের ৬০ টি দেশে  ১৯০ মিলিয়ন ডলারের ৫৮৯ টন জাফরান রফতানি করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, রফতানির ৭৮ শতাংশ জাফরান গিয়েছে ৫টি দেশে। এসব দেশের মধ্যে হংকং কিনেছে ৭৪ হাজার ৫৭৮ কেজি ৪৬ দশমিক ৬২৬ মিলিয়ন ডলারেআমিরাত ৫৯ হাজার ৭৯১ কেজি জাফরান কিনেছে ২৬.৪৪ মিলিয়ন ডলারেচীন ৪০ হাজার ১৩৯ কেজি জাফরান কিনেছে ২২ দশমিক ৫০৪ মিলিয়ন ডলার ও আফগানিস্তান ৩৩ হাজার ৭৮১ কেজি জাফরান কিনেছে ১৯.১৬৮ মিলিয়ন ডলারে। ওজনের দিক থেকে ধরলে এসব দেশ ইরানের মোট জাফরানের ৭৯ শতাংশই কিনে নিয়েছে। ইরান বিশ্বে শীর্ষ জাফরান উৎপাদনকারী দেশ এবং উৎপাদনের ৯০ শতাংশের বেশি রফতানি করে থাকে। গত ফার্সি বছরের প্রথম ৮ মাসে ইরান ১৯২ টন জাফরান রফতানি করে ১১৭.৫ মিলিয়ন ডলার আয় করে। ওই সময়েও হংকংস্পেনআমিরাতচীনআফগানিস্তান ইরানি জাফরানের শীর্ষ ক্রেতা ছিল। গত বছর ইরানের জাফরান শিল্পে প্রণোদনা দিতে দেশটির কৃষি ব্যাংকমিল্লাত ব্যাংক ও এক্সপোর্ট ডেভলপমেন্ট ব্যাংক অব ইরানকে ২৩৪.০৯ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়। করোনাভাইরাস মহামারীকালে এ বরাদ্দ চাষীদের জাফরান আবাদ ও এ ফসল ঘরে তুলতে বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। তেহরান টাইমস