রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জাফরান রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২৩ 

news-image

ইরান থেকে ২৯টি দেশে ১৩ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোট ১২ দশমিক ৩১ টন জাফরান রপ্তানি করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম মাসে (মার্চ ২১ থেকে এপ্রিল ২০) ইরান থেকে ১৩ দশমিক ৩৬ মিলিয়ন ডলার মূল্যের মোট ১২ দশমিক ৩১ টন জাফরান ২৯টি দেশে রপ্তানি করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ওজন ও মূল্যের দিক দিয়ে যথাক্রমে ৫৪ শতাংশ এবং ৪১ শতাংশ রপ্তানি বেড়েছে।

ফিন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ওজনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত ছিল প্রধান রপ্তানি গন্তব্য। কারণ দেশটি এই সময়ের মধ্যে ইরান থেকে ৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৯১ টন জাফরান আমদানি করে।

এরপরে চীন ৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৭৬ টন এবং স্পেন ২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৩৪ টন জাফরান আমদানি করে। সূত্র: মেহর নিউজ।