ইরানের জাফরান রপ্তানিতে আয় ১১৭ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০

ইরান চলতি ফারসি বছরের প্রথম আট মাসে (২০ মার্চ থেকে ২০ নভেম্বর ২০২০) ১৯২ টনের অধিক জাফরান রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ১১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন আইআরআইসিএ এর মুখপাত্র সৈয়দ রুহৌল্লাহ লতিফি জানান, উল্লিখিত সময়কালে হংকং হচ্ছে ইরানের শীর্ষ জাফরান আমদানিকারক। দেশটি ৩৬ দশমিক ৮৩ মিলিয়ন ডলারের ৫৩ দশমিক ১৫ টন জাফরান আমদানি করেছে।
এছাড়া স্পেন ৩৩ দশমিক ১৮ টন (২১ দশমিক ৫৮ মিলিয়ন ডলার), আফগানিস্তান ১৮ টন (১১ দশমিক ২৭ মিলিয়ন ডলার), ও চীন ১৮ দশমিক ৫৯ টন (১০ দশমিক ৭৮ মিলিয়ন ডলার) ইরানি জাফরান আমদানি করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।