মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জাদুঘরে ২০ কোটি বছরের পুরনো প্রবাল প্রাচীর

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ 

news-image

ইরানের তাবাস জিওপার্কের একটি ভূতাত্ত্বিক জাদুঘরে ২০ কোটি বছরের পুরনো প্রবাল প্রাচীর এবং বিভালভিয়া প্রজাতির সংগ্রহ স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় পর্যটন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।জিওপার্কের মধ্যে একটি নতুন জীবাশ্ম স্থানে সম্প্রতি ২০৫ থেকে ২২০ মিলিয়ন বছর আগের প্রবাল এবং বিভালভিয়া প্রজাতির সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় পর্যটন কর্মকর্তা গোলাম-হোসেন শোয়েবির বরাত দিয়ে বার্তা সংস্থা সিএইচটিএন এই খবর দিয়েছে।ইরানি এই কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি জিওপার্কের দক্ষিণাঞ্চল পরিদর্শন করেন এবং এই জীবাশ্মগুলো খুঁজে পান, যা অত্যন্ত বিরল এবং মূল্যবান।তিনি আরও জানান, তাবাস আর্থ হেরিটেজ মিউজিয়ামে বিভিন্ন ধরনের শিলা, খনিজ এবং জীবাশ্মের ৬শ’টি নমুনা রয়েছে। এই বিষয়ে আগ্রহী লোকদের কাছে জাদুঘরটি  আকর্ষণীয় একটি স্থান। ২শ বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত জাদুঘরটিতে সারা বিশ্বের খনিজ, পাথর এবং জীবাশ্ম প্রদর্শন করা হয় বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।