এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে ৩৩তম অবস্থানে টিম মেল্লি
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২০

ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে এখনও অবস্থান ধরে রেখেছে ইরানের জাতীয় ফুটবল দল। একই র্যাঙ্কিংয়ে বিশ্বে ৩৩তম অবস্থানে রয়েছে দলটি।
ইরানের জাতীয় ফুটবল দল টিম মেল্লি মোট ১ হাজার ৪৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বে ৩৩তম স্থান লাভ করে।
করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিস্তার রোধে সব ধরনের জাতীয় ফুটবল ম্যাচ বাতিল করা হয়। ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বেলজিয়াম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।