শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩২৫০ মেগাওয়াট বিদ্যুৎ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২০ 

news-image

তেহরানের ওপর ওয়াশিংটনের অবরোধ সত্ত্বেও ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে ৩২০০ মেগাওয়াট (এমডাব্লিউ)। চলতি বছরের শুরু (২১ মার্চ ২০১৯) থেকে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে আরও ১ হাজার ৬শ কিলোমিটার।

ইরানি জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মোস্তাফা রাজাবি-মাশহাদি মঙ্গলবার বলেন, চলতি বছরের শীর্ষ মৌসুমে (গ্রীষ্ম) দেশীয়ভাবে বিদ্যুৎ খরচ কমেছে ৩৮৭৪ মেগাওয়াট। কার্যকর, পর্যবেক্ষণযোগ্য ও নির্ভরযোগ্য ব্যবস্থাপনা এবং দৈনিক প্রেরণ কেন্দ্র ও ইরানি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মধ্যে সমন্বয়ের ফলে এটা সম্ভব হয়েছে। এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ।

জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে ইরানের বৈদ্যুতিক ব্যবস্থার পারফরমেন্স আমেরিকা ও অন্তত ইউরোপের ১২টি বড় দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।

রাজাবি-মাশহাদি বলেন, দেশে ২০১৯ মার্চ থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ১ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে। জাতীয় সঞ্চালন লাইন নেটওয়ার্ক ১০ হাজার মেগাভোল্ট অ্যাম্পিয়ারের পাওয়ার ট্রান্সফর্মার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সূত্র: ইরান ডেইলি।