ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে নতুন ৩৮শ মেগাওয়াট বিদ্যুৎ
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/10/image_650_365.jpg)
আগামী গ্রীষ্ম নাগাদ ৩ হাজার ৮শ মেগাওয়াটের অধিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নতুন কয়েকটি পাওয়ার প্লান্ট উদ্বোধন করবে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন তারজতালাব এই তথ্য জানিয়েছেন।
তার বরাত দিয়ে প্রেস টিভির খবরে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী আগামী গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই ৩ হাজার ৮৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নতুন কয়েকটি পাওয়ার প্লান্ট দেশের জাতীয় বৈদ্যুতিক গ্রিডে যুক্ত হবে।
ইরানে বর্তমানে তিনশ টেরাওয়াট-ঘণ্টার (টিডব্লিউএইচ) অধিক বিদ্যুৎ উৎপাদন হয়। নির্মাণাধীন এসব পাওয়ার প্লান্ট চালু হলে দেশটির জাতীয় গ্রিডে নতুন করে ৩৪ টিডব্লিউএইচ বিদ্যুৎ যোগ হবে। প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানি বৃদ্ধি এবং একইসাথে গ্রীষ্মের উষ্ণ মাসগুলোতে দেশীয় বিদ্যুৎ নেটওয়ার্কে স্থিতিশীলতা বাড়াতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ইরান। সূত্র: ইরান ডেইলি।