ইরানের জাঞ্জানে হচ্ছে প্রথম জিওপার্ক
পোস্ট হয়েছে: নভেম্বর ২৬, ২০২০

ইরানের পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জান। নানা ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানের জন্য বিখ্যাত। আকর্ষণীয় এসব পর্যটন গন্তব্যগুলোকে কাজে লাগিয়ে প্রথম জিওপার্ক নির্মাণ করতে যাচ্ছে প্রদেশটি।
জাঞ্জান বর্ণিল পর্বত, সীসা ও দস্তা খনি এবং বন্যপ্রাণী সংরক্ষণস্থানসহ বহু প্রাকৃতিক ও খনিজ আকর্ষণের আবাসস্থল। তাই প্রদেশটিতে একটি জিওপার্ক তৈরির ব্যাপক সম্ভাবনা রয়েছে। শনিবার প্রাদেশিক উপপর্যটন প্রধান আলি-আকবার শারাফি এই তথ্য জানান।
ইকোট্যুরিজম কমিটির এক বৈঠকে তিনি বলেন, প্রদেশের প্রাকৃতিক সক্ষমতা পর্যটন বিকাশ, স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এনে দিতে পারে এবং জাতীয় ঐতিহ্যের সুরক্ষা করতে পারে। সুতরাং জিওপার্ক স্থাপন করা বিনিয়োগকারীদের জন্য একটা বিশাল সুযোগ। সূত্র: তেহরান টাইমস।