বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের চিকিৎসা সরঞ্জাম কিনবে আরও চার দেশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ 

news-image

ইরানের তৈরি চিকিৎসা সরঞ্জাম ক্রয় করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে আরও চারটি দেশ। এনিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উজবেকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক এবং বসনিয়ার প্রতিনিধিরা।১০ থেকে ১৩ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় এবং ১৫তম আন্তর্জাতিক রিভার্স এক্সপোতে এই সমঝোতা সই করে চার দেশের প্রতিনিধিরা। ৩ দিনের ইভেন্টে ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির সাথে ৪০টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।আন্তর্জাতিক খাতের পাশাপাশি, সরকারি সংস্থা যেমন জ্বালানি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ও মেলায় তাদের প্রযুক্তিগত চাহিদা উপস্থাপন করে। মেলায় সাধারণভাবে ৬শ’টি প্রযুক্তিগত চাহিদা ঘোষণা করা হয়।ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো ৭০টি দেশে নিজেদের তৈরি পণ্যসামগ্রী বাজারজাত করেছে। উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের উপপ্রধান সিয়াভাশ মালেকি বলেন, ইরানের জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলো ৭০টি দেশে তাদের পণ্য বাজারজাত করেছে এবং বৈশ্বিক বাজারে কিছু ইউরোপ ও আমেরিকান কোম্পানিকে ছাড়িয়ে গেছে।

সূত্র: তেহরান টাইমস।